
৳ ১২৫ ৳ ৯৪
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে ১০% পর্যন্ত ছাড়





ছড়ার কাছে যাই, আমি ছড়ার কাছে যাই ছড়ার কাছে গেলে আমি মাটির সুবাস পাই। ছড়ায় সাগর-নদী আছে, পান্তুয়া আর দধি আছে ছড়া আমি রান্না করি, ছড়াই আমি খাই। ছড়ায় ছড়ায় কথা বলি, ছড়াতে গান গাই। ছড়ায় কত গল্প আছে, নানান রূপকল্প আছে ছড়ায় সেটাই বলতে পারি বলতে যেটা চাই। মনখারাপে পাই যে আমি ছড়ার কাছে ঠাঁই। ছড়ায় নানান শিক্ষা আছে, স্বদেশপ্রেমের দীক্ষা আছে ছড়ার মতো আনন্দ আর অন্য কোথাও নাই। মনদিঘিটার শান্ত জলে ছড়াই মারে ঘাই! ছড়াতে ভূত, দত্যি আছে, না বলা সব সত্যি আছে। ছড়ার মাঝে ছড়িয়ে আছে গোটা ভুবনটাই! ছড়ায় আছে বাবার শাসন, আছে মায়ের লাই। ছড়াতে বাঘ-ভালুক আছে, শাপলা এবং শালুক আছে ছড়ায় আছে একাত্তরের হারিয়ে যাওয়া ভাই।
Title | : | ছড়ার কাছে যাই |
Author | : | ব্রত রায় |
Publisher | : | পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড |
ISBN | : | 9789849951766 |
Edition | : | 1st Published, 2025 |
Number of Pages | : | 30 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
ব্রত রায় জন্ম বরিশালে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাগ্রহণ সেখানেই। যথাক্রমে পৌরসভা স্কুল, জিলা স্কুল এবং ব্রজমোহন কলেজে। এরপর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। পরবর্তী সময়ে জার্মানির স্টুটগার্ট বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি দেশে ও দেশের বাইরের একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁর লেখালেখির শুরু শৈশবে। তবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সেটি বিকশিত হয়। গদ্য ও পদ্য- দুই শাখাতেই ব্রত রায়ের অবাধ বিচরণ। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা এখন পর্যন্ত ১১টি। বড়ো-ছোটো সবার জন্যই তিনি লিখতে স্বচ্ছন্দ। এই বইয়ের বেশ কিছু ছড়া ইতোমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।
If you found any incorrect information please report us